চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:
মাননীয় তথ্যমন্রী ড:হাছান মাহমুদ এমপি মহোদয়ের পীড়াপীড়িতে চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা-
চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে মেট্রোরেল (এমআরটি) নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শিগগিরই শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পীড়াপীড়ি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগ্রহে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই শুরু হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া, যানজট নিরসন ও বিকল্প যাতায়াত ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন ধরে মেট্টোরেল সার্ভিস চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করে আসছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্টিত একনেক সভার কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কাছে পুণরায় চট্টগ্রামে মেট্টোরেল চালুর ব্যাপারে অনুরোধ জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন।
এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীকে বলেন, চট্টগ্রাম শহরের জনসংখ্যা এখন ৬৫ লাখ ছাড়িয়ে গেছে। নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এখনই যদি মেট্টোরেলের উদ্যোগ নেয়া না হয় তাহলে ভবিষ্যতে মানুষের দূর্ভোগ বাড়বে।
তথ্যমন্ত্রীর পীড়াপীড়িতে চট্টগ্রাম শহরে মেট্টোরেল সার্ভিস চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন উপস্থিত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। তিনিও প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এরপর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চট্টগ্রামের মেট্রোরেল বা এমআরটি লাইনের ফিজিবিলিটি স্টাডি শুরু করার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের সচিব ও মেট্রোরেলের সাথে জড়িতদের বন্দরনগরী চট্টগ্রামের জন্য অবিলম্বে ফিজিবিলিটি স্টাডি শুরু করার নির্দেশনা দেওয়া হয় বলে সূত্র জানায়।
জানা গেছে, প্রতি কিলোমিটার মেট্রোরেল লাইন স্থাপনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫৪৫ কোটি টাকা। ফলে সাড়ে ৫৪ কিলোমিটারে তিনটি মেট্রোরেল লাইনে সম্ভাব্য ব্যয় হবে ৮৪ হাজার ২০২ কোটি ৫০ লাখ টাকা। তিনটি লাইনে মোট ৪৭টি স্টেশনের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি মেট্রোরেলের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১০০ কিলোমিটার এবং গড় গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার। একটি ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটির মাধ্যমে ঘন্টায় এর দুই প্রান্তের মধ্যে প্রায় ৬০ হাজার যাত্রী উভয় দিকে পরিবহন করা সম্ভব।
মঙ্গলবার একনেক সভার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে চট্টগ্রামে মেট্টোরেল (এমআরটি) চালুর সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন
কোন মন্তব্য নেই
আপনার মন্তব্য/মতামত প্রদান করার জন্য ধন্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।