শিবির নিয়ন্ত্রিত পেইজ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে : তন্ময় আহমেদ
অনলাইন ডেস্ক:
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনার পর প্রতিষ্ঠানটির আবাসিক হলে নির্যাতনের একের পর এক কাহিনী উঠে আসছে সোশ্যাল সাইটে। ভয় দূরে ঠেলে মুখ খুলছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার 'বুয়েটিয়ান' নামের ফেসবুক পেইজের একটি পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই পোস্টে ২০১২ সালে শিবির সন্দেহে নজরুল ইসলাম হলে বেশ কয়েকজন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তৎকালীন ছাত্রলীগের নেতা তন্ময় আহমেদের বিরুদ্ধে।শিবিরের হামলার শিকার হয়েছিলেন সাবেক ছাত্রলীগ নেতা তন্ময় আহমেদ। ছবি : সংগৃহীত |
'আসল কথায় আসি, এটা শিবিরের পুরান স্টাইল, কোন ইস্যুতে একটা লাশ চাই তাদের। তারা পেয়েও গেল - বুয়েটের কিছু অবিবেচক ও নির্দয় ছাত্রের মাধ্যমে। এদের ছাত্রলীগ বলে সবাই - আমার বলতে আসলেই লজ্জা হয়। শিবির নিয়ন্ত্রিত পেইজের মাধ্যমে তারা ইস্টাব্লিশ করতে চায়, বুয়েটে যা ছাত্রলীগ ছিল ও আছে সব নির্যাতনকারী। ওপেন পোস্ট দিলাম, ফ্রেন্ড লিস্টে প্রচুর বুয়েটের ছোটভাই বড়ভাই আর বন্ধুরা আছে, তারা বলুক তন্ময় বুয়েটে কি ছিল আর শিবিরের এত ক্ষোভ কেন তার উপর।'
কোন মন্তব্য নেই
আপনার মন্তব্য/মতামত প্রদান করার জন্য ধন্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।