সুবিধা বঞ্চিত শিশুদের পাশে তরুণ আওয়ামীলীগ নেতা রাসেল

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থীদের উদ্যোগে “এক টাকার শিক্ষা” কার্যক্রম পরিদর্শন ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে তাদের লেখাপড়া, শিক্ষা উপকরণ বিতরণ, তাদের ছবি আঁকা, আড্ডায় মাতালেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ রাশেদুল রাসেল।
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন উদীয়মান তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ রাশেদুল ইসলাম রাসেল।

আজ শনিবার (১৩ই অক্টোবর’১৮ইং) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত “এক টাকার শিক্ষা” এর আয়োজকদের আমন্ত্রণে তাদের পাঠদান কর্মসূচী, সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলবড্রেস, শিক্ষা উপকরণ বিতরণসহ সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “এই সংগঠন প্রকৃত সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরনসহ নানা ধরনের অনুপ্রেরণামূলক কাজ করে আসছে যা থেকে অন্যেরাও শিক্ষা নিতে পারে”। তিনি সকল সচেতন শিক্ষার্থীদের তাদের পড়াশোনার পাশাপাশি সমাজ পরিবর্তনে এমন সেবা দানে এগিয়ে আসার আহবান জানান।
সংগঠনের উদ্যোক্তা রিজওয়ান ” এক টাকার শিক্ষা”র ভিশন, মিশন তুলে ধরেন ও তাদের সাম্প্রতিক সময়ের বিভিন্ন কার্যক্রমের চিত্র দেখান।
মূলত এই সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত হয়, সংগঠনের সকল সদস্যগণ প্রতিদিন এক টাকা করে অনুদান দেন আর সেই জমানো ফান্ড থেকে তারা বিভিন্ন স্কুলে গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস, পাঠদানসহ তাদের পড়াশোনা সংক্রান্ত নানা সমস্যা সমধানে চেষ্টা করেন। অনেক প্রত্যন্ত গ্রামের স্কুলেও তারা তাদের এই কার্যক্রম চালিয়ে আসছে৷ এখন পর্যন্ত তাদের ১৩০০ এর বেশী সদস্য রয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের এই নেতা তাদের পাশে সব সময় থাকার ইচ্ছা পোষণ করেন ও এমন কাজে আরো শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহবান জানান। সব শেষে সকল শিক্ষার্থী ও আয়োজকদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও “জয় বাংলা” স্লোগানে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
আজকের আয়োজনে উপস্থিত ছিলেন এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ রেজওয়ান, শিহাব জাহিন, হালিম চৌধুরী, নাঈমা প্রমি জান্নাত, শাকিলা শিরিন, আসমা কাশফি, সোহেল, তানজিব শাকিবসহ হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়াও সবুজ পরিবেশ আন্দোলনের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক এস এম মহিনউদ্দিন, নাজিম, হারুন, রাশেদ, সুমন সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “নববাক” এর সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহিদুল ইসলাম।


কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.