তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সরকারের উন্নয়নমূলক ভিডিও চিত্র প্রদর্শনী

অনলাইন ডেস্ক:
এস এম সাহেব আলী, সাতক্ষীরা প্রতিনিধি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে একযোগে ভিডিও চিত্র প্রদর্শনীর আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে।
বড় পর্দায় প্রদর্শিত সরকারের উন্নয়ন চিত্র দেখছেন উৎসুক জনতা।

শনিবার (০৬ অক্টোবর) সারাদিনব্যাপী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন এর হাই স্কুল এবং পাবলিক প্লেসে ভিডিও চিত্র প্রদর্শিত হয়। উক্ত ভিডিও চিত্র প্রদর্শনীতে ২০০৯ থেকে ২০১৮ সময়কালে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন শীর্ষক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নামে ভিডিও চিত্র প্রদর্শনী হয়।
তন্মধ্যে ৩৬৮.৬২ কিলোমিটার জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত, পায়রা সমুদ্র বন্দর উদ্ধোধন, ঢাকা-চট্টগ্রাম চার লেন চালু, যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম আর ৪ লেনের মহাসড়ক চালু, ঢাকা-ময়মনসিংহ চার লেনে উন্নীত, তৈরি করা হয়েছে অনেক উড়ালসেতু ওভারপাস, দ্বিতীয় কাঁচপুর মেঘনা এবং গোমতী সেতু নির্মাণের কাজ শুরু, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু, দ্বিতীয় পদ্মা সেতুতে রেল লাইন নির্মাণের পরিকল্পনা, পায়রা নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু, ৪৮ টি বৃহৎ সেতু নির্মাণ, কক্সবাজার মেরিন ড্রাইভ নির্মাণ সমাপ্ত, জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক চার লেনে উন্নীতকরণ, এলেঙ্গা রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, ঢাকা-মাওয়া এবং পাচ্চর ভাঙ্গা মহাসড়ক পৃথক সার্ভিস উন্নয়ন, আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক উন্নয়ন ২০১৬ তে উদ্বোধনের পর থেকে মেট্রোরেল প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ২০১৯ সালে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
রেলওয়ে আধুনিকায়নের জন্য নেয়া হয়েছে বহুমুখি উদ্যোগ, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ, ইলেকট্রিক ট্রেনের ফিজিবিলিটি স্টাডি কার্যক্রম চলমান, ২৫০ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের জন্য প্রাথমিক কাজ শুরু এবং যাত্রীবাহী গাড়ি ১৬৫ ব্রডগেজ ও মিটারগেজ ট্যাংক ওয়াগন। সংগ্রহ করা হয়েছে নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যাত্রী পরিবহনের জন্য ৪৫ টি নৌ যান নির্মাণ ও চালু করেছে দুটি জাহাজ ও চারটি ট্রাক জাতীয় নৌ-পরিবহনে সংযুক্ত করা হয়েছে এবং সর্বোপরি সর্বোৎকৃষ্ট বাংলাদেশের নিজের টাকায় পদ্মাসেতু নির্মাণ পদ্মা সেতু নির্মাণের কাজ ইতিমধ্যে ৭০ ভাগ সম্পন্ন।
এই সকল বিষয়ে পাবলিক প্লেস গুলোতে দেড় ঘন্টা এবং হাই স্কুল গুলোতে এক ঘণ্টার ভিডিও চিত্র প্রদর্শনী হয়। ভিডিও চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রকল্পের সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন সুপারভাইজার মো. দেলোয়ার হোসেন সহ কর্মকর্তাবৃন্দ।
আবুল কালাম আজাদ জানান, ২৯ শে সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা থেকে শুরু হওয়া বাংলাদেশের সব জায়গায় সর্বমোট ৪০ টা টিম কাজ করছে এবং এই ভিডিও চিত্র প্রদর্শনী থেকে জনসাধারণ সরকার উন্নয়ন সম্পর্কে ভালোভাবে অবগত হচ্ছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা এই সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চায়।

কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.