বিয়ে হয়ে গেছে রাহুলের!

বয়সটা ঠিকই পেরিয়েছে অনেক দূর; তবে বিয়ের পিঁড়িতে বসা হয়নি ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেরস সভাপতি রাহুল গান্ধী।
ফাইল ছবি
এবার কী তবে শুভ কাজটা সেরেই ফেলেছেন তিনি! না।১৯৭০ সালে গান্ধী পরিবারে জন্ম নেওয়া রাহুল শুধু বিয়ে নিয়ে মুখটা খুলেছেন বলে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দুই দিনের সফরে হায়দরাবাদে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবাররাহুল বলেছেন, আমার দলের (কংগ্রেস) সঙ্গেই আমার বিয়েটা হয়ে গেছে।
ওই সময় তিনি পূর্বাভাস দেন, ‘২০১৯ সালে আর প্রধানমন্ত্রী হতে পারছেন না নরেন্দ্র মোদি।’
রাহুলের দাবি, ‘দেশে আগামী বছর যে সাধারণ নির্বাচন হওয়ার কথা, তাতে শাসক জোটের প্রধান শরিক দল বিজেপি কোনও ভাবেই লোকসভায় ২৩০টির বেশি আসন পাবে না। তাই নরেন্দ্র মোদিরও আর প্রধানমন্ত্রী হওয়ার কোনও সম্ভাবনা নেই।’
কংগ্রেস সভাপতির যুক্তি, ‘বিহার ও উত্তরপ্রদেশে অ-বিজেপি দলগুলি যে জোট গড়েছে, তার জন্যই আসন্ন সাধারণ নির্বাচনে লোকসভায় বিজেপির আসন-সংখ্যা কমে যাবে।’
তবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সেই প্রশ্নটি কৌশলে এড়িয়ে গেছেন রাহুল। বলেছেন, সেটা আমরা তখন ঠিক করে নেব।
রাজ্যে তার দল কোন কোন দলের সঙ্গে নির্বাচনী আঁতাতে যাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের প্রদেশ ইউনিটগুলির ওপরেই ছেড়ে দিতে চান কংগ্রেস সভাপতি।
তার জোরালো বিশ্বাস, ‘তেলঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় আসবে। অন্ধ্রপ্রদেশেও ভাল ফল করবে কংগ্রেস।’

কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.