জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর মহোদয় এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সেভ দ‌্যা নেচার

অনলাইন ডেস্ক: জাবি প্রতিনিধি

আজ ৪ঠা অক্টোবর রবিবার সেভ দ্যা ন্যাচার জাবি শাখার পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও প্রক্টর মহোদয় এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এসময় আরও উপস্থিত ছিলেন সেভ দ্যা ন্যাচার জাবি শাখার সহ-সভাপতি নাফিস মাহমুদ খান,সহ-সভাপতি আব্দুর রউফ সরকার,সহ-সভাপতি মো: কাজল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজীম হাসান,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল রিফাত,যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান সাকিব,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম তাকিদ,সাংগঠনিক সম্পাদক ইবনে সিনা,অর্থ বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান,উপ-অর্থ বিষয়ক সম্পাদক রেহানা খাতুন পাখি সহ সকল স্তরের নেতৃবৃন্দ বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্য নারী জাগরণের অগ্রদূত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য ড.ফারজানা ইসলাম "সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ" এর গঠনতন্ত্র ও কর্মপরিকল্পনা শুনে সকলকে সাধুবাদ জানান এবং বলেন শুধু তোমরাই না যেন এদেশের প্রত্যেকটা মানুষ পরিবেশ প্রকৃতি রক্ষা করেন, কেননা পরিবেশ প্রকৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ জাবি শাখার উত্তরোত্তর মঙ্গল কামনা করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসক সবমসময় তোমাদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। বিশ্ববিদ্যালয় এর প্রক্টর ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক শিকদার মুহাম্মদ জুলকার নাইন স্যার সেভ দ্যা ন্যাচার জাবি শাখার সাথে শুভেচ্ছা বিনিময় প্রক্কালে বলেন তোমাদের মত সকল তরুণেরা যদি পরিবেশ নিয়ে চিন্তা করে, পরিবেশ রক্ষাকল্পে কাজ করে তবেই এই ক্যাম্পাস তার প্রকৃত সৌন্দর্য প্রদর্শিত করতে পারবে। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় এর সহকারী প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী গোলাম মুর্তজা সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর মহোদয় এর সাথে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.