মরা কাঁকড়ার দুর্গন্ধে পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতি হচ্ছে

অনলাইন ডেস্ক: এম সাহেব আলী, সাতক্ষীরা প্রতিনিধি।


সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন। সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল ইউনিয়ন বুড়িগোয়ালিনী। এখানকার বেশিরভাগ মানুষ গুলো চিংড়ি চাষের উপর নির্ভরশীল, কিন্তু বর্তমানে চিংড়ির মহামারি ভাইরাসের কারণে চিংড়ি চাষীরা সর্বস্ব খোয়াতে বসেছে, তাই মানুষ বাধ্য হয়ে কাঁকড়া চাষের এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ছোট বড় সব মিলিয়ে বর্তমানে ২৫ থেকে ২০ টি সফটসেল কাকড়ার হ্যাচারি আছে বুড়িগোয়ালিনী ইউনিয়নে। তবে কিছু কিছু হ্যাচারীর মরা কাকড়া ঘেরের রাস্তায় স্তুপ করে ঝাঁপিয়ে রেখে পরিবেশের ভীষণ ক্ষতি করছে। বুড়িগোয়ালিনী মাসুদ মোড় হইতে পোড়াকাটলা গামী রাস্তার পূর্ব পাশে।দেবদাসের হ্যাচারীর বাস্তব চিত্র দেখলে বোঝা যায় । দেবদাসের হ্যাচারীর মরা কাঁকড়া ভামিয়া মোড়ে শান্তি রামের বাড়ীর উত্তর পাশে রাখে যাহা এই রাস্তা দিয়ে চলাচলকালে দেখা যায়।এই রোড দিয়ে ভামিয়া পোড়াকাটলার দূর্গাবাটীর সর্বস্তরের মানুষের চলাচল হয়।বর্তমানে মানুষের জন্য খুবই দুর্ভোগ সৃষ্টি করছে এই মরা কাকড়ার গন্ধে। এই দুগন্ধে বিভিন্ন রোগের প্রদুর্ভাব দেখা দিচ্ছে এই অঞ্চালে । তাই যাতে মরা কাকড়া দুর্গন্ধের হাত থেকে বাঁচতে পারে এই এলাকার মানুষ গুলো তার জন্য। সংশ্লিষ্ট কতৃপক্ষের মহলের দৃষ্টি আকর্ষণ করছে এই এলাকার সুধীজনেরা ।

দূর্গন্ধযুক্ত পঁচা কাঁকড়া


কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.