আমি কর্ণফুলী নদী বলছি

আমার জন্ম ভারতের লুসাই পাহাড় থেকে। ভারতে আমার জন্ম হলেও অনেক পাহাড় পর্বত উপত্যকা, বাঁধা বিপত্তি পেরিয়ে পার্বত্য চট্টগ্রামের উপর দিয়ে ৩২০ কিলোমিটার পথ পারি দিয়ে বঙ্গোপাসাগরে মিলিত হয়েছি। আমি ছিলাম অনেক চঞ্চলা, উত্তাল। আমার ছিল ক্ষীপ্র গতি। ইছামতি, শিলক, হালদাসহ অনেক ছোট বড় খাল-নদী আমার সাথে মিলিত হয়ে আমাকে আরো বড় করে দিয়েছে। আমাকে ঘিরে গড়ে উঠেছে পাড়া, গ্রাম, শহর, বন্দর, কলকারখানা। আমার বুকভরা ছিল নানা ধরনের মাছ। এ ছাড়াও ছিল নানা প্রজাতির জলজ প্রাণি যেমন- কুমির, ডলপিন। আমার কোলে মাছ ধরে জীবিকার জন্য গড়ে উঠেছিল বড় বড় জেলে পল্লী। আমার বুকে চলত নানা ধরনের ছোট বড় নৌকা-জাহাজ। জেলে-মাঝিরা মনের আনন্দে গাইতো নানা ধরনের গান। 

কুল বধুরা সকাল সন্ধ্যা বসন ছেড়ে আমার বুকে নাইত নামত। আমাকে নিয়ে কবি, শিল্পিরা কত সুন্দর সুন্দর কবিতা, গান লিখেছে আর সুর করে গেয়েছে। আমাকে ঘিরে সৃষ্টি হয়েছে কত রূপকথা। কিন্তু মানবকুল জলবিদ্যুৎ উৎপাদন করতে প্রথম ষাট এর দশকে আমার বুকে বাঁধ দিয়ে আমাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে। বাঁধ দিয়ে আমার গতি বন্ধ করে দেয়। আমি গতি হারাই। আমার বুকে নৌকা-সাম্পানের অবাধ সাঁতার বন্ধ হয়ে যায়। আমি আর আমার ইচ্ছেমতো চলতে পারি না। আমার বুকে বড় বড় চর জাগে। এর পর আমার পারের উপর স্থাপন করল কর্নফুলী কাগজ কল। মানুষরূপী ঘাতকগুলি এর বর্জ্যগুলি ছেড়ে দেয় আমার বুকে। বিষাক্ত ও দর্গন্ধযুক্ত বর্জ্য আমার বুকের নীল জলকে কালো করে দেয়। আমার জীবন, রূপযৌবন জীবনেরতরে কেড়ে নেয়। কাগজ কলের বর্জ্যগুলি এত বিষাক্ত ও দর্গন্ধযুক্ত যে আমার বুকে যত জলজ প্রাণি ছিল তা উচ্ছেদ করে দেয়। যাও কিছু মাছ অবশিষ্ট আছে তা গন্ধের জন্য মানবকুল খেতে পারে না। আমার মাঝে মাছ নেই বলে জেলে পল্লীগুলো বিরান হয়ে গেছে।

গতি হারানোর কারণে আমার বুকে বড় বড় চর জেগেছে। মানুষ আবাদ করে চাষ করছে। আমি বলছি, যে মানবকুল আমাকে হত্যা করেছে তারা নিজেরা নিজেকে হত্যা করেছে। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করেছে। বাংলাদেশের প্রধান মন্ত্রীর নিকট আমার আকুল আবেদন মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচান। আমি বাঁচলে মানুষও বাঁচবে আপনারা বাঁচবেন। এদেশের পরিবেশবিদগণের নিকট আরজি আপনারা ঢাকার আশে-পাশের নদীগূলো বাঁচানোর জন্য এবং চট্টগ্রাম শহর সংগলগ্ন আমার মুখ নিয়ে যে ভাবে আন্দোলন সংগ্রাম করেন সেভাবে আমাকে বাঁচানোর জন্য আপনাদের কোনো কর্মসূচী দেখি না। সংশ্লিষ্ট মন্ত্রী, মন্ত্রণালয়, সংসদীয় কমিটি, সরকার ও পরিবেশবিদগণের নিকট আকুল আবেদন আমাকে বাঁচান আপনারা বাঁচুন।
খোরেশেদ আলম তালুকদার
লেখক: খোরশেদ আলম তালুকদার, সুখবিলাস, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.