জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ রোধে মাদ্রাসা শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- রাশেদুল
অনলাইন ডেস্ক:
জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২০এপ্রিল) হাটহাজারী উপজেলাস্থ ধলই ইউনিয়নের গাউছিয়া মুনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার হল রুমে রোকেয়া - শাকুর ট্রাষ্টের আয়োজনে জঙ্গি, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মো: রাশেদুল ইসলাম রাসেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধলই গাউছিয়া মুনিরীয়া মাদ্রাসার সুপার জনাব মাওলানা শহিদুল্লাহ ফারুকি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধক্ষ্য হযরত মাওলানা মঈনুল আবেদীন মাসুদ, প্রভাষক হাফেজ নাজিম উদ্দিন, প্রভাষক মাওলানা নাছির উদ্দিন, প্রভাষক মোঃ সেলিন উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আবু তাহের।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,"নিজ নিজ পরিবার ও সমাজের দিকে নজর রাখতে হবে যাতে কেউ জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে এবং মাদক ও বাল্যবিবাহ রোধে মাদ্রাসা শিক্ষার্থীরা চাইলেই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে" তিনি জঙ্গি ও মাদক রোধে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি বাল্যবিবাহ সম্পর্কে মাদ্রাসার নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'পরিবারের চাপ থাকলেও তারা যেন বাল্যবিবাহ করতে অস্বীকৃতি জানায় এবং প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত যেন বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়।'এ ক্ষেত্রে তিনি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলম আজাদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দেশের বিশিষ্ট অনলাইন একটিভিস্ট, মুক্তিযোদ্ধার সন্তান শেখ মোরশেদুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক এস এম মহিন উদ্দিন, হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতা মিশুক, আশরাফুল ইসলাম, চবি ছাত্রলীগ নেতা জয়নালসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিগণ মাদ্রাসার বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন ও উক্ত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জ্ঞাত হন।
কোন মন্তব্য নেই
আপনার মন্তব্য/মতামত প্রদান করার জন্য ধন্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।