৭ই মার্চের মহাকাব‌্য


৭ই মার্চের মহাকাব‌্য
        স্থপতি ইয়াফেস ওসমান

বজ্রকন্ঠে ভায়েরা আমার
যখনই কর্ণে শুনি লক্ষ কোটি বারে বারে শুনি হৃদয় প্রতিধ্বনি। তেইশ বছর মুমুর্ষ বাঙালির বঞ্চনা ইতিহাস নির্বাচনে জিতেও গদিতে বসার পাইনিকো অবকাশ। বাংলার ইতিহাস রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বাংলার ইতিহাস বন্চনা আর বাঙালির না পাওয়ার দীর্ঘশ্বাস। দেশ রক্ষায় কেনা গুলি মারছ আমারই বুকে রক্ত দিয়েছি আরও চায় দেব দেখিকে আমায় রুখে। রক্তের দাগ শুকায় নাই শহীদের রক্তে দিয়ে পাড়া শেখ মুজিবের পক্ষে সম্ভব নয় আরটি সি'তে যোগদান করা। জনগণ আমাদের আরটি সি'তে যোগদানের অধিকার দেয় নাই আমি প্রধানমন্ত্রীত্ব চাই না এদেশের মানুষের অধিকার চাই। ৭ই মার্চে বাঙালির নেতা দিয়েছিল ডাক স্বাধীনতার দিয়ছিল ডাক প্রস্তুত হও শত্রু রুখতে যা আছে যার। বলেছিল পিতা বন্ধ থাকবে কোর্টকাচারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব বাংলার ব্যাঙ্কের টাকা যাবেনা কো আর পাকিস্তান। আর যদি একটা গুলি চলে আমার লোককে করা হয়হত্যা ঘরে ঘরে দুর্গ গড়ে তোল জেগে ওঠ বীর বাঙালির সত্তা। হুকুম দেওয়ার নাও যদি পারি সব করে দেবে বন্ধ দিব্য চোক্ষে দেখে ছিল জয় ছিল নাকো দ্বিধা দ্বন্ধ। মরতে শিখেছি দাবানো যাবেনা শুনেছি বজ্র কন্ঠ তাঁর "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার। বাঙালি শুনেছে বুকের গহীনে নেতার কথা তো কথা সবার শুরু হয়েছিল শত্রু হঠাও তাইতো যুদ্ধ স্বাধীনতার।।

কবি: মাননীয় মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ★৭ই মার্চ ১৯৭১।বাঙালি জাতির ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ।এদিন বঙ্গবন্ধু তার ভাষণে পূর্ববাংলার নিপীড়িত মানুষের মুক্তির বাণী ঘোষণা করেন। " এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম "-এই মহান উচ্চারণের মধ্যেই ঘোষিত হয়ে গিয়েছিল জাতির মুক্তির পথ।



কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.