স্বপ্ন পানসি
স্বপ্ন পানসি
স্থপতি ইয়াফেস ওসমান
==================
বঙ্গবন্ধু কন্যা অবসরে
গ্রামে ফিরে যাবে চলে
স্মৃতিতে দাদার পানসি
ভাসে মধুমতী জলে।
গ্রামে ফিরে যাবে চলে
স্মৃতিতে দাদার পানসি
ভাসে মধুমতী জলে।
স্বপ্ন পানসি মধুমতী জলে
ভেসে রয় সারা বেলা
পানসির ছাদে ছোটো ভাই
লাফিয়ে করিত খেলা।
ভেসে রয় সারা বেলা
পানসির ছাদে ছোটো ভাই
লাফিয়ে করিত খেলা।
পানসি থেকে বাড়াতে হাত
নদীর শীতল জলে
স্বপ্ন পানসি মধুমতী জলে
আজও তাই ভেসে চলে।
নদীর শীতল জলে
স্বপ্ন পানসি মধুমতী জলে
আজও তাই ভেসে চলে।
কতকাল কেটে গেছে তবু
এই তো যেন সেদিন
যে মাটিতে জন্ম হায় কবে
শোধ হবে তার ঋণ।
এই তো যেন সেদিন
যে মাটিতে জন্ম হায় কবে
শোধ হবে তার ঋণ।
মাটিতে ঘুমিয়ে রয়েছে পিতা
মাতা পিতা নিয়ে পাশে
রক্তের ঋণ মাটির এ চাওয়া
শোধ দেব বল কিসে।
মাতা পিতা নিয়ে পাশে
রক্তের ঋণ মাটির এ চাওয়া
শোধ দেব বল কিসে।
নিজেরে হারিয়ে বল মন
কবে শৈশব ফিরে পাবে
মধুমতী জলে স্বপ্ন পানসি
যবে স্মৃতির মিনার হবে!
কবে শৈশব ফিরে পাবে
মধুমতী জলে স্বপ্ন পানসি
যবে স্মৃতির মিনার হবে!
কবি পরিচিতি: মাননীয় মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
[★আনসার ও ভিডিপি লেকে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় উঠে দুই শিশুর নৃত্য দৃশ্য দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন নৌকায় এই দৃশ্য দেখে তাঁর কিশোর বেলার স্মৃতি স্মরণে আসছে। তাঁর স্মৃতি স্মরণ করে বলেন আমার পিতামহের একটি বিরাট পানসি নৌকা ছিল এটিতে দুটি কক্ষ ও জানালা ছিল। আমি জানালার কাছে বসে হাত দিয়ে পানি স্পর্শ করতাম। তিনি বলেন অন্যরাও থাকত বিশেষ করে আমার ছোট ভাই কামাল নৌকার ছাদ থেকে লাফ দিত এবং নৃত্য করত। যখন আমি নৌকা দেখি আমার কিশোরী বেলার স্মৃতি স্মরণে আসে। - ১৩ ফেব্রুয়ারি জনকণ্ঠ ২০১৯]
কোন মন্তব্য নেই
আপনার মন্তব্য/মতামত প্রদান করার জন্য ধন্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।