দূর্নীতিবাজদের সঙ্গে কোনো আপোষ নয়: শেখ তন্ময়

অনলাইন ডেস্ক:
বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেছেন, 'আমি দুর্নীতিমুক্ত বাগেরহাট গড়ার স্বপ্ন দেখি। সেই স্বপ্নের বাগেরহাটে দূর্নীতিবাজদের কোনো আশ্রয় হবে না। সাধারণ জনগণই হবে ক্ষমতার উৎস।'

এছাড়া তিনি প্রতিপক্ষ দলগুলোকে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর জন্য প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন। মঙ্গলবার বিকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কাশিমপুর মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কাশিমপুর মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন শেখ তন্ময়। ছবিঃ ইত্তেফাক।

সদর উপজেলার ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ, ডেমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনি মল্লিক প্রমুখ।

কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.