শুরু হলো শোকের মাস
শুরু হলো শোকের মাস আগস্ট। এ মাসের মধ্যভাগে ঘটে বাঙালির ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের এ মাসেই মধ্যভাগে বাঙালি হারিয়েছে তার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্ট প্রথম প্রহরে স্বপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল এবং পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।
এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি জাতির অগ্রগতিকে থামিয়ে দেয়ার অপচেষ্টা করেছিল ষড়যন্ত্রকারীরা। আর এরমধ্য দিয়ে একাত্তরের পরাজিত শত্রুরা গর্ত থেকে বেরিয়ে আসে এবং দেশকে মুক্তিযুদ্ধের মহান আদর্শ ও চেতনা থেকে বিচ্যুত করার দিকে ঠেলে দেয়।
শোকের মাস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া এ উপলক্ষে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
মৃত্যুর পর বাঙালির অন্তরে নতুন করে জন্ম নিয়েছেন বঙ্গবন্ধু। সেখানে প্রবলভাবে আলোড়িত করে যাচ্ছেন প্রতিনিয়তই। আর এভাবেই শ্রদ্ধায় আর স্মরণে চিরকাল বেঁচে থাকবেন তিনি।
কোন মন্তব্য নেই
আপনার মন্তব্য/মতামত প্রদান করার জন্য ধন্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।