আমীর খসরুর ওই কথোপকথন অপরাধ নয়: ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় পুলিশি তল্লাশির নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফোনে আমীর খসরু সাহেবের ওই কথোপকথন অপরাধ নয়।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, যতদূর শুনেছি, আমীর খসরু সাহেব বলেছেন, বসে আছো কেন? ছাত্রদের সঙ্গে মাঠে নেমে পড়ো। এটি কোনো পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, সেটা ওই কথোপকথনে উল্লেখ নেই। এ কথা তো অপরাধ নয়। গোটা দেশের মানুষ শিক্ষার্থীদের সঙ্গে নেমে পড়েছে, অপরাধটা কোথায়? 
কণ্ঠস্বর তৈরি করে বা বিকৃত করে অডিও বের করা অস্বাভাবিক কিছু না মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় পুলিশ গত রাতে তল্লাশি করেছে। তিনি একজন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তার বাসায় বারবার হামলা চালানোর ঘটনা বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর হামলা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমীর খসরু সাহেবের ওপর হামলা বন্ধের আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.