স্যাটেলাইটে লেখা থাকছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’



মহাকাশে থাকা স্যাটেলাইটে সাধারণত স্মৃতি হিসেবে কোনো কিছুই লেখা থাকে না বা লিখে রাখার কোনো নিয়ম নেই। কিন্তু এক্ষেত্রে আরেকটি ইতিহাসের সাক্ষী হচ্ছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গায়ে লেখা থাকছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।


স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার একটি হোটেলে এমনটিই জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।মহাকাশে পাড়ি দেয়ার পর এটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র, ইতালি ও কোরিয়ার তিনটি গ্রাউন্ড স্টেশনে চলে যাবে। ওই তিন স্টেশন থেকে স্যাটেলাইটটিকে নিয়ন্ত্রণ করে এর নিজস্ব কক্ষপথে (১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে অরবিটাল স্লট) স্থাপন করা হবে। পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ দিন সময় লাগবে। সম্পূর্ণ চালু হওয়ার পর এর নিয়ন্ত্রণ বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে হস্তান্তর করা হবে। গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দুটি গ্রাউন্ড স্টেশনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
গত বুধবার সরেজমিন বেতবুনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করে এর কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে এ বিষয়ে কথা হয় জাগো নিউজ’র। রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মাহমুদুর রহমান সার্বিক প্রস্তুতির কথা জানিয়ে বলেন, ‘বেতবুনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন-২ তার কাজের জন্য পুরোপুরি প্রস্তুত। উৎক্ষেপণের নতুন তারিখ ঠিক হওয়ার পরপরই কর্মকর্তা ও অপারেশন প্রকৌশলীরা সব ধরনে প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছেন। শুধু আনুষ্ঠানিক উদ্বোধনটাই বাকি। ৪ মে আমি সরেজমিন প্রজেক্ট এলাকা পরিদর্শন করে এসেছি।’

কোন মন্তব্য নেই

আপনার মন্তব‌্য/মতামত প্রদান করার জন‌্য ধন‌্যবাদ।
জয়বাংলা নিউজ.নেট।

Blogger দ্বারা পরিচালিত.